অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তা তিন দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক
অর্থ আত্মসাতের মামলায় অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানসহ তিনজনকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. বেনজীর আহম্মদ আসামি তিনজনকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম নূর নবী প্রত্যেক আসামিকে তিনদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। মামলার অপর দুই আসামি হলেন অগ্রণী ব্যাংকের প্রধান শাখার উপমহাব্যবস্থাপক মো. আখতারুল আলম এবং সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহ।
গত বৃহস্পতিবার বিকেলে এ আসামিদের গ্রেপ্তার করেন দুদকের উপপরিচালক মো. বেনজীর আহম্মদ। তাঁদের বিরুদ্ধে বৃহস্পতিবার মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহার থেকে জানা যায়, পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যদের লাভবান করার জন্য একটি ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রাহকের ১০৮ কোটি টাকা ঋণ মঞ্জুর করে। তাঁরা পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা উত্তোলন বা গ্রহণ করে। এতে ব্যাংক তথা রাষ্ট্রের ক্ষতিসাধনসহ অর্থ আত্মসাৎ করা হয়েছে।
Leave a Comment