Breaking News

প্রচ্ছদ > তথ্য প্রযুক্তি

অ্যাপল প্রতিষ্ঠাতাদের জানা অজানা গল্প

অনলাইন ডেস্ক
অ্যাপল প্রতিষ্ঠাতাদের জানা অজানা গল্প

মূলত স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের হাত ধরেই পথচলা শুরু হয় অ্যাপলের। তবে এ দুই সহপ্রতিষ্ঠাতা ছাড়াও শুরুতে ছিলেন আরেক সহপ্রতিষ্ঠাতা রোনাল্ড ওয়েন। উদ্যোগের শুরুতে একসাথে থাকলেও প্রতিষ্ঠার মাত্র ১২ দিনের মাথায় অ্যাপল ছেড়ে যান তিনি। ৪১ বছরে পদার্পণকে কেন্দ্র করে অ্যাপলের তিন সহপ্রতিষ্ঠাতাকে ঘিরে আজকের আয়োজন। লিখেছেন আহমেদ ইফতেখার


১৯৭৬ সালে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন মিলে প্রতিষ্ঠা করেন অ্যাপল কম্পিউটার। যদিও ওয়েন অল্প কিছুদিন প্রতিষ্ঠানটিতে ছিলেন। স্টিভ জবস যেদিন স্টিভ ওজনিয়াকের সাথে কোম্পানি চালুর সিদ্ধান্ত নেন, ঠিক সেদিনই অ্যাপলের ১০ শতাংশ স্টকের মালিকানা ছেড়ে দেন রোনাল্ড ওয়েন। ওই সময় অ্যাপলের বাকি ৯০ শতাংশের মালিকানা জবস ও ওজনিয়াক পরস্পরের মধ্যে ভাগাভাগি করে নেন। অ্যাপল প্রতিষ্ঠার দুই সপ্তাহ যেতে না যেতেই রোনাল্ড তার শেয়ার বিক্রি করে দেন জবস ও ওজনিয়াকের কাছে।

স্টিভ জবস 
১৯৬৮ সালে জবস বর্তমান হিউলেট প্যাকার্ডের সহপ্রতিষ্ঠাতা বিল হিউলেটের সাথে কাজ শুরু করেন। ১৯৭০ সালে এক বন্ধুর মাধ্যমে পরিচিত হন স্টিভ ওজনিয়াকের সাথে। এরপর থেকেই নতুন নতুন অ্যাপল পণ্যের উদ্ভাবনে অবিরাম কাজ করে গেছেন জবস। ভবিষ্যৎ দ্রষ্টা স্টিভ জবস বর্তমান বিশ্বের শীর্ষ কোম্পানি অ্যাপলকে গড়ে তুলেছিলেন, সেখান থেকে বিতাড়িত হয়েছিলেন, আবার দেউলিয়াত্বের হাত থেকে বাঁচিয়েছিলেন। অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জন স্কুলি জানিয়েছেন, স্টিভ ছিলেন একজন প্রচণ্ড সংবেদনশীল মানুষ। তিনি বেশ কয়েকবার জবসকে তার সহকর্মীদের সামনে শিশুদের মতো কাঁদতে দেখেছেন। প্রথমবারের মতো যখন অ্যাপলের প্রকৌশলীরা আইম্যাকে আপ ডাউন সিডি স্লটের বদলে সিডি ট্রে বসান, সেদিন তিনি খুশিতে আইম্যাক টিমের সদস্যদের জড়িয়ে ধরে কেঁদেছিলেন। এ রকম অসংখ্য ঘটনা রয়েছে, যেগুলো প্রমাণ করে, মানুষ হিসেবে তিনি কতটা মানবিক ছিলেন।
তিনি আসলেই এমন একজন মানুষ ছিলেন, যিনি খ্যাতির চূড়ায় আসীন হলেও কখনো তা উপভোগ করেননি। কাজপাগল এ মানুষটি জীবনের শেষ দিন অবধি কাজ নিয়েই ডুবেছিলেন। তিনি প্রায়ই বলতেন, আমি প্রযুক্তিকে মানুষের হাতে হাতে পৌঁছে দিতে চাই। এর জন্য আমি জীবন উৎসর্গ করতেও রাজি।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী বিল গেটস জানিয়েছেন, তার দৃষ্টিতে বিশ্বের সেরা প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন স্টিভ জবস, যিনি সেরা পণ্য নির্মাণে বিশ্বাস করেন এবং বাস্তবায়ন করেন। পুরোপুরি প্রযুক্তি অন্তঃপ্রাণ এ মানুষটি মাত্র ৫৬ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন না-ফেরার দেশে। এর মধ্যে ৩৮ বছরে তিনি যা করেছেন তার সবটুকু গল্প করার মতো। প্রযুক্তি বিশ্বের অন্যতম দিকপাল ও এক সময়কার অ্যাপল সিইও স্টিভ জবস অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগে ২০১১ সালের ৫ অক্টোবর মৃত্যুবরণ করেন।

স্টিভ ওজনিয়াক
স্টিফেন গ্রে ওজনিয়াক আমেরিকান কম্পিউটার প্রকৌশলী ও প্রোগ্রামার এবং অ্যাপল কম্পিউটারের অন্যতম প্রতিষ্ঠাতা। প্রযুক্তি নিয়ে নতুন কিছু সৃষ্টি করাই তার নেশা। স্টিভ ওজনিয়াককে ‘প্রযুক্তি গুরু’ হিসেবে চেনেন অনেকে। আজকের বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা তিনি। এখন তিনি নতুন করে একটি উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করেছেন। এন্টারপ্রাইজ স্টোরেজ সেবাদাতা একটি প্রতিষ্ঠানের ‘প্রাইমারি ডেটা’ বিষয়ক প্রধান উপদেষ্টা হিসেবে কাজ নিয়েছেন তিনি। তিনি মনে করেন, কোন প্রতিষ্ঠানে কী পদে কাজ করছেন, তার চেয়ে ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলটিই বেশি গুরুত্বপূর্ণ। পণ্যটি কি ভোক্তা, নাকি ব্যবসা-উপযোগী, তার চেয়ে কাজটিই তার কাছে প্রাধান্য পায় বেশি। আমার ধারণাটি কাজের মধ্যে ফুটিয়ে তুলতেই আমি গুরুত্ব দিই। দারুণ উপযোগী ধারণা নিয়ে কাজ করা, সেই ধারণাকে পণ্যে রূপান্তর করা এবং সত্যিকারের উপযোগী পণ্য বাজারে আনাই আমার কাজ।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বর্তমানের প্রযুক্তিপ্রেমী প্রজন্মের যাত্রা শুরু হয়েছিল যাদের হাত ধরে, তাদেরই একজন ওজনিয়াক। স্টিভ ওজনিয়াক এবং স্টিভ জবস ভালো বন্ধু ছিলেন। তারা দু’জন ১৯৭৬ সালে বাড়ির গ্যারেজে বর্তমানের জনপ্রিয় অ্যাপল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন।
স্টিভ ওজনিয়াককেই অ্যাপলের প্রথম কম্পিউটার তৈরি এবং প্রোগ্রামের জন্য পুরো কৃতিত্ব দেয়া হয়। ১৯৮১ সালে মারাত্মক একটি বিমান দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়েছিলেন ওজনিয়াক। ১৯৮৭ সালে তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাপল ছেড়ে দেন এবং বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনে কাজ শুরু করেন। উদ্যোক্তা প্রতিষ্ঠানের প্রকৌশলীদের ভূমিকা প্রসঙ্গে ওজনিয়াক বলেন, ‘অনেক মানুষেরই অনেক কিছু করার ধারণা থাকে, শুধু প্রতিষ্ঠান সেগুলো বুঝতে পারে সত্যিকারের কোনো পণ্য তৈরি করতে পারে এবং তা থেকে সম্মান ও অর্থ দুটোই আসে। এর অর্থ এই নয় যে, প্রকৌশলীদের কাছেই সব সময় ধারণা থাকবে।’
তাদের একসাথে কাজ করতে হবে। তারা এই ফর্মুলার একটি বিশাল অংশ হিসেবে কাজ করবেন। প্রকৌশলীদের সমস্যা সমাধান করতে শেখানো হয়। নির্ভুলভাবে যেন তাদের তৈরি যন্ত্র কাজ করে তা নিয়েই তাদের কাজ। অনেক প্রতিষ্ঠান ওজনিয়াককে রীতিমতো ভয় পায়। শুধু শুধু অবশ্য ভয় পায় না। বিখ্যাত অনেক প্রতিষ্ঠানের যন্ত্রাংশের ত্রুটি ধরে নিয়ে বের করে তিনি তাদের চোখে ‘খলনায়ক’ বনে গেছেন। আবার সময় সময় তিনি এমন সব যন্ত্র তৈরি করেন, যা মানুষকে বিরক্ত করতে যথেষ্ট। তার বিশেষ আগ্রহ হচ্ছে নতুন মোবাইল ফোন বাজারে এলেই ফোনটি সংগ্রহ করা।

ডোনাল্ড জি ওয়েন
ডোনাল্ড জি ওয়েনের জন্ম ১৭ মে ১৯৩৪ সালে, যুক্তরাষ্ট্রে। ৮১ বছর বয়সী রোনাল্ড ওয়েন বর্তমানে যুক্তরাষ্ট্রের নেভাডায় বসবাস করছেন। ১৯৭৬ সালে ৪১ বছর বয়সী রোনাল্ড ওয়েনের অ্যাপল ছাড়ার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয় হতাশা। 
বড় এক চুক্তির বিষয়ে অত্যন্ত অস্বস্তিতে ছিলেন তিনি। এটা ছিল বাইট শপ নামে একটি ছোট কম্পিউটার নেটওয়ার্কের জন্য ৫০টি মেশিন সরবরাহ করা। চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহের জন্য অ্যাপলকে ১৫ হাজার ডলার ঋণ নিতে হয়েছিল। এ ছাড়া কত মূল্যে ওই চুক্তি করা হয়েছিল সেটাও অপ্রকাশিত রয়েছে। অ্যাপলের এ চুক্তি বিষয়ে মোটেই খুশি ছিলেন না রোনাল্ড ওয়েন। কারণ, খ্যাতির দিক বিবেচনায় বাইট শপ খুব একটা ভালো প্রতিষ্ঠান ছিল না। ধারণা করা হয়, এখান থেকেই মনোমালিন্য শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই অ্যাপল ছাড়েন রোনাল্ড ওয়েন।
একদিন ডোনাল্ডকে স্টিভ জবস বললেন, আমরা একটি কোম্পানি প্রতিষ্ঠা করব। সেই কোম্পানিটিই ছিল অ্যাপল। আমি তাৎক্ষণিকভাবেই আইবিএমের টাইপরাইটারে বসে চুক্তিপত্র লিখলাম। 
স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের মালিকানা ৪৫ শতাংশ করে আর ডোনাল্ড জি ওয়েনের ১০ শতাংশ। এর ফলে তিনজনই চুক্তিপত্রে সই করলেন। মাত্র ১২ দিনের মাথায় রেজিস্ট্রি অফিসে গিয়ে চুক্তিপত্র থেকে নাম প্রত্যাহার করেছিলেন ডোনাল্ড। সরে দাঁড়ানোর কারণটি ছিল যুক্তিসঙ্গত, স্টিভ জবস ‘বাইটস শপ’ নামের একটি প্রতিষ্ঠানে ৫০টি অ্যাপল কম্পিউটার বিক্রির চুক্তি করেছিলেন। সে জন্যই অ্যাপলকে ১৫ হাজার ডলার ঋণ নিতে হয়। কিন্তু ডোনাল্ড ওয়েনের ভয় ছিল, বাইট শপ কম্পিউটার বিক্রির পর তাদের টাকা না দিয়ে ব্যবসায় গুটিয়ে নিতে পারে। তাই তিনি আর ঝুঁকি নিতে চাননি। কোম্পানিটি বন্ধ হলে প্রত্যেকেরই অ্যাপলের ঋণের দায়িত্ব নিতে হতো।

Leave a Comment

এই বিভাগের আরও খবর

  • photodune-2043745-college-student-s

    ইউটিউব রেড ও গুগল প্লে মিউজিককে এক করার পরিকল্পনা করছে গুগল

    ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ইউটিউব রেড ও গুগল প্লে মিউজিককে সমন্বয়ের পরিকল্পনা করছে গুগল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিউ মিউজিক সেমিনার কনফারেন্স শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।...

  • photodune-2043745-college-student-s

    যুক্তরাষ্ট্রে অনলাইনে বিক্রির রেকর্ড

    যুক্তরাষ্ট্রে এ বছর সাইবার মানডে উপলক্ষে স্যামসাং ৪কে টিভি, প্লেস্টেশন ৪এস, বার্বি ডল এবং আরও অনেক পণ্য কিনতে ৩.৪৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে ক্রেতারা। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অনলাইন বিক্রির রেকর্ড। ...

  • photodune-2043745-college-student-s

    বাংলাদেশে ফেসবুকের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।

    বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর আগ্রাসী ভূমিকা চোখে পড়ার মতো। সর্বক্ষেত্রেই এসব সাইটগুলো মস্তিস্কে প্রভাব বিস্তার করছে। বিশেষ করে কোনো উৎসব বা সংকটাপন্ন সময়ে সামাজিক মাধ্যমগুলো জুড়ে থাকে আলোচনা-সমালোচনা। ...

  • photodune-2043745-college-student-s

    বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণে ১,৪০০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর

    বাংলাদেশের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট নির্মাণের জন্য ১,৫৭৫ মিলিয়ন ইউরো (১,৪০০ কোটি টাকা) ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ শুক্রবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এবং হংকং সাংহাই ব্যাংকের (এইচএসবিসি)...

  • photodune-2043745-college-student-s

    আইসিটি রপ্তানি আয় বিলিয়ন ডলার ছাড়াবে ২০১৮ সালে

    প্রধানমন্ত্রীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দৃঢ় আশা প্রকাশ করে বলেছেন, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সেক্টরে ২০২১ সাল থেকে প্রতি বছর দু’লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।...

  • photodune-2043745-college-student-s

    বাংলাদেশে তৈরি হচ্ছে বিভিন্ন মোবাইল অ্যাপস্

    তথ্য প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন ব্যবহারকারীরা কমবেশি সবাই নানা অ্যাপলিকেশন বা অ্যাপের সঙ্গে পরিচিত। বিশ্ব জুড়ে প্রতিদিন বাড়ছে মোবাইলে ব্যবহারযোগ্য নানা অ্যাপের জনপ্রিয়তা।...

  • photodune-2043745-college-student-s

    রাজধানীর বসুন্ধরা খেকে নারী হ্যাকার গ্রেপ্তার

    ইমেইল হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবার রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সোনিয়া শারমিন নামে এক নারী হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ...

  • photodune-2043745-college-student-s

    সময়সীমার পরও সিম চালু রাখার নির্দেশনা প্রার্থনা

    উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগে সিম সংযোগ বিচ্ছিন্ন করার সরকারি ঘোষণার বিষয়ে নির্দেশনা চেয়ে একটি আবেদন করা হয়েছে। আজ সোমবার নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী আইনজীবী অনিক আর হক এ আবেদন করেন।...

Copyright 2016 All rights reserved easynews24.com. Published by Azmari Huq on behalf of Unity Media House. Website Developed By Star Design BD