আমেরিকায় পড়ালেখা
নিজস্ব প্রতিবেদক
আমেরিকায় পড়াশুনা ও স্টুডেন্ট ভিসার জন্য আমাদের আজকের আয়োজনে Unity Global Network এর কান্ট্রি ম্যানেজার জনাব মাহফুজুল আলম সোহাগের বর্ননা-
*****উচ্চশিক্ষায় USA তে পড়াশুনা এবং অতি গুরুত্বর্পূণ কথা ঃ
*** আপনার স্বপ্ন যদি হয় উচ্চ শিক্ষার জন্য USA তে পড়ার,তাহলে আজই যোগাযোগ করুন “Unity Global Network”এ।আমরা ২০১১ সাল থেকে USA তে সাফল্যের সাথে Student Recruit করে আসছি। USA তে সাধারণ তিনটি সেমিস্টার হয়ে থাকে। Spring (জানুয়ারী মাস), Summer(এপ্রিল/মে মাস)এবং Fall(আগস্ট/সেপ্টেম্বর মাস)।
...
*** আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে দেখা যায় Spring(জানুয়ারী মাস)সেমিস্টার USA তে স্টুডেন্ট ভিসা হয় না বললেই চলে।Summer(এপ্রিল/মে মাস)মাস)এবং Fall(আগস্ট/সেপ্টেম্বর মাস)Semester এ স্টুডেন্ট ভিসা(F1)বেশী দেয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।যদিও এর সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি।Summer(এপ্রিল/মে মাস)
যারা USA তে স্টুডেন্ট ভিসার আবেদন করতে চান তাদের জন্য উপযুক্ত সময় এখনই।
USA এর University/College গুলোতে আবেদন করতে চাইলে আপনাকে,আপনার SSC এবং HSC এর Certificate & Transcrift এর ফটোকপি শিক্ষা র্বোড থেকে সত্যায়িত করতে হবে।আপনি যদি Masters এ আবেদন করতে চান সে ক্ষেত্রে আপনার Bachelor ডিগ্রির Certificate এবং Transcript University থেকে সত্যায়িত করতে হবে।সেই সাথে লাগবে ২-৩জন শিক্ষকের Recommendation Letter.
*** USA এর University গুলোতে আবেদনের জন্য Application Fee দিতে হয়।আপনার প্রয়োজনীয় কাগজপত্র কুরিয়ার করে University তে পাঠাতে হবে। Scan Documents USA এর University গুলো সাধারণত গ্রহণ করে না।আবার Documents কুরিয়ার করে University তে পাঠালেন কিন্তু Application Fee দিলেন না,সেক্ষেত্রে ও আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না।
*** আবার Application Fee এবং প্রয়োজনীয় কাগজপত্র ঠিকমত পৌঁছানোর পরও আপনার আবেদন বিাতিল হয়ে যেতে পারে। Admission Department যাতে আপনাকে ভর্তির অযোগ্য মনে না করে,সেক্ষেত্রে আবদনের সময় কিছু বিষয় কেয়াল রাখতে হবে।আপনি যে University তে আবেদন করছেন তার Acceptance rate কেমন,যদি University এর Admission Acceptance Rate 60% এর নীচে হয়,তাহলে ঐ University তে আবেদন না করাই হবে বিচক্ষণতার কাজ।USA এর Admission SOP(Purpose of Study)এর উপর অনেকখানি র্নিভর করে।
*** অনেক Student ভেবে থাকে যে,তার IELTS নেই,তাই Admission বা ভিসা হবে না।অথবা Admission হলেও ভিসা হবে না।এটা সর্ম্পূণ রূপে বুল ধারণা।সুন্দরভাবে গুছিয়ে SOP(Purpose of Study)লিখতে পারলে অনেক University IELTS Requirement থাকার পরও IELTS ছাড়া ESL Course Offer এর মাধ্যমে Admission দিয়ে থাকে।আর প্রকৃত অর্থে আপনি পড়াশুনা করার জন্য USA তে যেতে চাচ্ছেন এবং আপনার পিতা-মাতার আপনাকে পড়াশুনা করানোর মতো অথর্নৈতিক সামথ্য-সক্ষমতা আছে এটা ঠিকমত বুঝাতে পারলেই ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।(Intention prove is the main thing to get USA F1 Visa)
For more information Please contact us.
Contact Details:-
Md. Mafuzul Alam
Country Manager
&
Visa Section
Mobile : +88 01943680910
Phone : +88 02 8418353
E-mail : info.unityglobalnetwork@gmail.com
Web : www.unityglobalnetwork.com
Physical Office Address:
Suit # 401, 3rd Floor, Road # 13
Anannya Shopping Complex
Baridhara DOHS, Dhaka-1203
Bangladesh.
Leave a Comment