এগিয়ে আসছে ঘূর্ণিঝড় স্কার্ট, আঘাত হানতে পারে বাংলাদেশেও
অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় ‘স্কার্ট’ আঘাত হেনেছে ভারতের দক্ষিণ উপকূলে। এর ফলে তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে ভারি বৃষ্টি হতে পারে।
ওই ঘূর্ণিঝড় এগিয়ে আসছে বাংলাদেশের দিকে। আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ওদিকে ভারি বৃষ্টিপাতে শ্রীলংকায় মাটি চাপা পড়ে নিহত হয়েছেন কমপক্ষে ২৭ জন।
উদ্ধারকর্মীরা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জয়নাথ জয়েশ্বর বলেছেন, তারা মাটির নিচে চাপা পড়া বাড়িঘর থেকে ১৬টি মৃতদেহ উদ্ধার করেছেন।
মঙ্গলবার রাতে ভূমিধস হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় দুটি গ্রাম। উদ্ধার অভিযানে নামানো হয়েছে ৩ শতাধিক সেনা সদস্য।
Leave a Comment