Breaking News

প্রচ্ছদ > চিকিৎসা ও স্বাস্থ্য

ওভারিয়ান ক্যান্সারের যে ৬টি লক্ষণ অবহেলা করা যাবে না

অনলাইন ডেস্ক
ওভারিয়ান ক্যান্সারের যে ৬টি লক্ষণ অবহেলা করা যাবে না

ওভারি বা ডিম্বাশয় যে কতটা গুরুত্বপূর্ণ, তা জানেন সকল নারীই। এতে যে শুধু সন্তান ধারণের জন্য প্রয়োজনীয় ডিম্ব তৈরি হয় তা নয়। শরীরের জন্য জরুরী ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের জন্যেও ওভারি গুরুত্বপূর্ণ। ওভারির যে কোনো অসুস্থতায় আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে। এর মাঝে সবচেয়ে ক্ষতিকর সম্ভবত ওভারিয়ান ক্যান্সার।  ১৬ থেকে ৬৫ বছর বয়সের মাঝে ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। শুধু তাই নয়, বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্যান্সারটি শনাক্ত হয় অনেক দেরিতে, ততদিনে তা পেটে ছড়িয়ে যায়, ফলে রোগীকে আর বাঁচানো সম্ভব হয় না।

‘সাইলেন্ট কিলার’ বলে পরিচিত এই ক্যান্সারটি কিন্তু সময়মতো শনাক্ত করতে পারলে চিকিৎসা করা যায় ও রোগী সুস্থ হয়ে ওঠেন।  তবে এর প্রাথমিক উপসর্গগুলো অনেকেই এড়িয়ে যান। দেখে নিন ওভারিয়ান ক্যান্সারের  প্রাথমিক উপসর্গগুলো।

১) পেট ফুলে বা ফেঁপে যাওয়া

আপনার পেটে গ্যাস হয়েছে মনে হতে পারে। পেট ফুলে বা ফেঁপে যেতে পারে কোনো কারণ ছাড়াই। অল্প খাওয়ার পরেই পেট ভরে গেছে বলে মনে হতে পারে। অন্যদিকে বুক জ্বালাপোড়াও হতে পারে।

২) মুত্রত্যাগে সমস্যা

বারবার প্রস্রাবের বেগ আসতে পারে। এর পাশাপাশি প্রস্রাবের সময়ে ব্যথাও হতে পারে। ইউরিন ইনফেকশন বা ইউটিআইয়ের জন্যেও ব্যথা হয়। কিন্তু বারবার বেগ আসাটা স্বাভাবিক নয়।

৩) ওজন কমা

কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া এবং ক্ষুধামন্দা হতে পারে ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ। এর পাশাপাশি বমি ভাব, পিরিয়ডে পরিবর্তনও দেখা দিতে পারে।

৪) কোষ্ঠকাঠিন্য বা ডায়ারিয়া

ওভারিয়ান ক্যান্সারের কারণে কোষ্ঠকাঠিন্য যেমন হতে পারে, তেমনই পেট খারাপও হতে পারে। বদহজম হতে পারে নিয়মিত।

৫) ব্যথা

পেটে ও পিঠে ব্যথা হতে পারে নিয়মিত। যৌনক্রিয়ার সময়ে ব্যথা বাড়তে পারে।

৬) ক্লান্তি

সবসময় ক্লান্তি ও অবসাদ হতে পারে ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ।

উপরোক্ত লক্ষণগুলোর অন্তত তিনটি যদি একসাথে দেখা দেয়, তাহলে আপনার উচিত ডাক্তারের সাথে এ নিয়ে কথা বলা।

সূত্রঃ প্রিয়.কম/এনডিটিভি

Leave a Comment

এই বিভাগের আরও খবর

Copyright 2016 All rights reserved easynews24.com. Published by Azmari Huq on behalf of Unity Media House. Website Developed By Star Design BD