ক্যাটরিনায় মুগ্ধ অমিতাভ বচ্চন
অনলাইন
এবার ক্যাটরিনায় মুগ্ধ অমিতাভ বচ্চন
ক্যাটরিনা কাইফের মুগ্ধতার তালিকায় যুক্ত হলো কিংবদন্তি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি ক্যাটরিনাকে ‘মোস্ট চার্মিং’ বলে প্রশংসা করলেন বিগ বি। এইচটি মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড-এর অনুষ্ঠানে অমিতাভ কন্যা শ্বেতার সঙ্গে দেখা হয় ক্যাটরিনার। সেখানেই ক্যাটরিনা-শ্বেতাকে ক্যামেরাবন্দী করেন ফটো সাংবাদিকরা। ওই ছবিই পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেন শ্বেতার বাবা অমিতাভ বচ্চন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে বিগ বি লিখেছেন, ‘কেন জানি না শ্বেতা এবং ক্যাটরিনার ওই ছবি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমার দেখা সবচেয়ে উচ্ছল ছবি এটিই। ’
Leave a Comment