গাজায় গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রাইমারিতে ব্যালট শূন্য রাখার আহ্বান
অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ২ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে ব্যালট শূন্য রেখে অভিনব প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে প্রবাসের বিভিন্ন সংগঠন। এ লক্ষ্যে চলছে ক্যাম্পেইন। লিভ ইট ব্ল্যাঙ্ক এনওয়াই ডটকম নামে একটি ওয়েবসাইট তৈরি করে সেখানেও আমেরিকানদের মতামত নেওয়া হচ্ছে।
ব্ল্যাংঙ্ক ব্যালট ক্যাম্পেইনের অন্যতম উদ্যোক্তা ড্রাম-বিটসের পরিচালক কাজী ফৌজিয়া ঠিকানাকে জানান, এই ক্যাম্পেইনে আমরা বিপুল সাড়া পাচ্ছি। নির্বাচনের দিন পর্যন্ত এবং ভোটকেন্দ্রের সামনে তাদের এই কর্মসূচি চলবে। তিনি জানান, নিউইয়র্কে ২৭ হাজার ডেমোক্রেট সোশ্যালিস্ট আছেন। আশা করি, তারা এই কর্মসূচিতে অংশ নেবেন।
কাজী ফৌজিয়া আমেরিকানদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোটকেন্দ্রে গিয়ে আপনার ব্যালটটি পূরণ না করে জমা দিন। আর এতে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট বার্তা পাবেন, নিউইয়র্কবাসী দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি চান। হাজার হাজার নিউইয়র্কবাসী ফিলিস্তিনিদের মানবাধিকার পক্ষে দাঁড়িয়েছে।
এদিকে গত ২৪ মার্চ রোববার নিউইয়র্কের উডসাইডে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে ব্ল্যাংঙ্ক ব্যালট ক্যাম্পেইন হয়েছে। সেখানে কাজী ফৌজিয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে ২ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে ব্যালট শূন্য রেখে অভিনব প্রতিবাদ জানানোর আহ্বান।
এদিকে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ (বাগ) ব্ল্যাঙ্ক ব্যালট ক্যাম্পেইন করছে। নিউইয়র্কে আগামী ২ এপ্রিল প্রেসিডেন্ট প্রাইমারি নির্বাচনে সকল ডেমোক্রেটদের বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির সকল ইউএস সিটিজেনদের ভোটকেন্দ্রে অংশগ্রহণ করে গাজার মুসলমানদের গণহত্যার প্রতিবাদে কোনো প্রার্থী সিলেক্ট না করে ব্ল্যাঙ্ক ব্যালট পেপার স্ক্যান করে সাবমিট করার জন্য সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন অনুরোধ জানিয়েছেন। গত ২০ মার্চ বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সংগঠনের ইফতার মাহফিলে এ আহ্বান জানানো হয়।
Leave a Comment