গাড়ির উপর দিয়ে চলবে বাস!
নিজস্ব প্রতিবেদক,
নিত্য দিন অফিস-কাছারি, স্কুল-কলেজে পৌঁছতে দেরি হয়ে যায় আপনার৷ সৌজন্যে রাস্তার বীভৎস ট্রাফিক জ্যাম৷ অফিসের ব্যস্ত সময় যানজট জর্জর রাজধানী ঢাকার কী রূপ হয় তা ভুক্তভোগী মাত্রই জানেন ৷
আচ্ছা ভাবুন তো, যানজটের সমস্যা থেকে মুক্তি দিতে যদি এমন কোন অত্যাধুনিক বাস আসতো, যা অন্য গাড়ির উপর দিয়ে অনায়াসে চলতে পারে! তাহলে কেমন হত? ভাবছেন এমা এটা আবার কী রকমের অলিক কল্পনা, না একেবারেই এটা স্বপ্ন নয়৷ বরং ঘোর বাস্তব৷ সবচেয়ে জনবহুল দেশ চীনে আসতে চলেছে এমনই অভিনব বাস৷ যে দেশের জনসংখ্যা ১৩৫ কোটি ৭০ লক্ষ, এবং যে দেশ ট্রাফিক জ্যামের জন্য কুখ্যাত, সেই চীনবাসীকে যানজটের হাত থেকে মুক্তি দিতে অভিনব এলিভেটর বাস উপহার দিতে চলেছে দেশটির প্রশাসন৷ সমস্ত কিছু ঠিক থাকলে চলতি বছরই রাস্তায় নামবে এলিভেটর বাসটি৷
চীনের প্রযুক্তিবিদরা জানিয়েছেন, ট্রানজিট এলিভেটেড বাস বা সংক্ষেপে টিইবি নামে বাসটি দেখতে হবে একটি সাবওয়ের মতো৷ এই চলন্ত বাসের তলা দিয়ে অনায়াসে গাড়ি যেতে পারবে৷ এটিও চাইলে অন্য গাড়ির উপর দিয়ে যেতে পারবে গাড়ির কোন ক্ষতি না করে৷ এলিভেটর বাসটি সাবওয়ের মতো দেখতে হলেও সাবওয়ে নির্মাণের থেকে এর খরচ অনেক কম, মাত্র এক-পঞ্চমাংশ৷ এলিভেটর বাসটিতে ১২০০ জন যাত্রী ধরবে৷ চলতি বছরের শেষ দিকে হেবেই প্রদেশের কিনহুয়াংডাও শহরে এই বাসটিকে প্রথম চালানোর পরিকল্পনা নিয়েছে চীন প্রশাসন৷ তবে এমন বাস তৈরির পরিকল্পনা নতুন নয় চীনে৷
এর আগে ২০১০ সালেও এমন পরিকল্পনা গ্রহণ করা হয়, তবে সেবারও বিভিন্ন কারণে বিশ বাঁও জলে চলে যায় বাস নির্মাণের পরিকল্পনা৷ এলিভেটর বাসটির একটি মডেল সম্প্রতি বেজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাই-টেক এক্সপোতে দেখানো হয়৷ সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে যায় জনসাধারণের মধ্যে৷
Leave a Comment