গুলশান হামলাকারীদের ‘প্রশিক্ষক’ ছিল জঙ্গি রায়হান
অনলাইন
রাজধানীর কল্যাণপুরে অভিযানে নিহত জঙ্গি রায়হান কবির গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, রায়হান কবির রংপুর জেলার পীরগাছা উপজেলার শাহজাহান কবিরের ছেলে। তিনি গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের গাইবান্ধার একটি দুর্গম চরে প্রশিক্ষণ দিয়েছিলেন। এ ছাড়া রায়হান আশুলিয়ার বারইপাড়ায় পুলিশ হত্যা মামলারও আসামি। আগে পুলিশের খাতায় রায়হানের নাম ছিল তারেক। তিনি অনেক দিন ধরে নিখোঁজ ছিলেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল বলেন, কল্যাণপুর অভিযানে নিহত জঙ্গি আকিফুজ্জামান (পিতা সাইফুজ্জামান) পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের নাতি। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। অর্ক এবং রাশিকও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর রায়হান, আব্দুল্লাহ ও নাঈম পড়াশোনা করেছেন মাদ্রাসায়। রায়হান কবিরের ছদ্মনাম তারেক। এ বছরের প্রথম দিকে জেএমবির কয়েকজন সংগঠক পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যাওয়ার পর সংগঠনটির ঢাকা অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন রায়হান ওরফে তারেক, মনিরুলের দাবি ।
Leave a Comment