ঘুষসহ গ্রেপ্তার ওয়াসা কর্মকর্তা কারাগারে
অনলাইন ডেস্ক
ঘুষের দুই লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার ঢাকা ওয়াসার (জোন-৯) উত্তরা প্রকল্প ব্যবস্থাপক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. জাহিদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে জাহিদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে উত্তরা দক্ষিণ খানের ৬ নম্বর সেক্টরে নিজ কার্যালয় থেকে ঘুষের টাকা গ্রহণকালে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল জাহিদুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করেন। দুদক সূত্রে জানা যায়, ওয়াসার এক গ্রাহকের বকেয়া বিল মওকুফ ও নিয়মিত করতে জাহিদুর রহমান ঘুষ দাবি করলে তিনি দুদকে অভিযোগ করেন।
তার অভিযোগ আমলে নিয়ে কমিশন থেকে বিশেষ টিম গঠন করে ফাঁদ পাতা হয়। গোল্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজারের কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেছিলেন জাহিদুর রহমান। দুদকের ফাঁদে পা দিয়ে জাহিদুর ২ লাখ টাকা ঘুষ গ্রহণকালে সংস্থাটির বিশেষ দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। ওই ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে উত্তরা পূর্ব (ডিএমপি) থানায় একটি মামলা দায়ের করেন
Leave a Comment