জাকা-শাকিরির জরিমানার টাকা তুলছে আলবেনিয়া!
অনলাইন ডেস্ক
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলের দারুণ জয় পায় সুইজারল্যান্ড। তবে ম্যাচ ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সুইজারল্যান্ডের দুই গোলদাতা গ্রানিত জাকা এবং জারদান শাকিরি। সার্বিয়ার বিপক্ষে গোল করে বুকের কাছে আড়াআড়ি দু’হাত তুলে বৃহত্তর আলবেনিয়ার প্রতীক ‘জোড়া ঈগল’ উদযাপন করেন এই দুই তারকা। সার্বিয়াকে কটাক্ষ করার জন্যই তাদের এমন উদযাপন। কারণ, সার্বিয়ান আগ্রাসনের কারণেই নিজ মাতৃভূমি আলবেনিয়া ছাড়তে হয় জাকা আর শাকিরির পরিবারকে। অবশ্য খেলার মাঠে রাজনৈতিক এই আচরণের জন্য ইতোমধ্যেই ১০০০০ সুইস ফ্রাঙ্ক (৮৭০০ ইউরো) জরিমানা করা হয়েছে জাকা, শাকিরিকে।
মাতৃভূমির প্রতি জাকা-শাকিরির ভালোবাসা নজর কেড়েছে আলবেনিয়ানদেরও। ইতোমধ্যে তারাও ঘোষণা দিয়েছে, ফিফার জরিমানাকৃত টাকার পুরোটাই চাঁদা তুলে আলবেনিয়া থেকেই উঠিয়ে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একাট্টা হয়ে ইতোমধ্যেই চাঁদা তোলা শুরু করে দিয়েছে কসোভোর জনগণ। আর একদিনেই ১৪ হাজার ইউরো তুলে ফেলে তারা। এই প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছেন আলবেনিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী বাইরাম হাসানি। তার একমাসের বেতনের সমুদয় অর্থ প্রদান করেছেন তিনি। তিনি নিজেও মাঠে নেমেছেন খেলোয়াড়দের জন্য। চাঁদা তোলা প্রসঙ্গে কসোভোর সংবাদ সংস্থা ক্লান কসোভাকে হাসানি বলেন, কোনো অর্থই আসলে জাকা-শাকিরির ভালোবাসার সমতুল্য হতে পারবে না। তারা ওই ঈগল উদযাপনের মাধ্যমে বিশ্ব দরবারে আমাদের তুলে ধরেছে। তবে আমার মনে হয় মাতৃভূমিকে ভোলেনি বলেই তাদের আজ এই শাস্তি দেয়া হলো।
Leave a Comment