ডাচ-বাংলা চেম্বারের সভাপতি নিখোঁজ
Online:
ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) প্রেসিডেন্ট হাসান খালিদ নিখোঁজ হয়েছেন। সন্ধান চেয়ে রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেছেন তার স্বজনরা। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই রাতে থানায় জিডি করা হয়।
ব্যবসায়ী হাসান খালিদের বাসা ধানমন্ডিতে। পরিবারের সদস্যরা জানান, সকালে নাস্তা করার আগে বাসার নিচে ওষুধ কিনতে যান তিনি। এরপর আর তিনি বাসায় ফেরেননি। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরে খালিদের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, সকালে নাস্তা করেই অফিসে যাওয়ার কথা ছিল হাসান খালিদের। সারাদিন অফিসে না যাওয়ায় উৎকণ্ঠা বেড়ে যায় তাদের।
এ বিষয়ে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (ডিবিসিসিআই) কার্যালয়ের কর্মকর্তারা জানান, আমাদের সভাপতি হাসান খালিদ একজন সদালপি নিরহংকারী মানুষ। তার কোন শত্রু আছে বলে আমরা কল্পনাও করতে পারিনা। তার সঙ্গে ব্যবসায়ীক বা লেনদেন সংক্রান্ত কোন সমস্যাও হয়নি কারো সঙ্গে। ওই জিডির ধানমন্ডি থানার তদন্ত কর্মকর্তা আবুল বাশার জানান, সকাল সাড়ে নয়টার বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি আমরা তদন্ত করছি।
Leave a Comment