তপইয়া গ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বেচ্ছায় ধান কাটা কার্যক্রম।
বিশেষ প্রতিনিধি
কৃষক বাঁচলে দেশ বাঁচবে" এই শ্লোগানকে সামনে রেখে, কুমিল্লা -৯ আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রী মহোদয় জনাব তাজুল ইসলামের নির্দেশে স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে উত্তরদা ইউনিয়নের তপইয়া গ্রামের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সকলের সহযোগিতায় ধান কাটার কার্যক্রম চলে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, যুবলীগের সাধারন সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতি, ৩ নং ওয়াডের মেম্বার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিত্ব। যদিও সামাজিক দুরত্ব বজায় না রেখেই এই কার্যক্রম চালানো হয়। বর্তমান মহামারীর এই সময়ে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সবাই আরো সচেতন হবে বলে এই প্রতিবেদক মনে করে।
Leave a Comment