দারিদ্র মুক্তির যুদ্ধে ভারত, পাকিস্তান, ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
অনলাইন
২০০৫-এ বাংলাদেশে দরিদ্র মানুষ ছিলেন মোট জনসংখ্যার ৪৩.৩ শতাংশ। সেটা কমে এখন মাত্র ১২.১ শতাংশ। অতিদরিদ্র নেই বললেই চলে। বিশ্বব্যাঙ্কের রিপোর্টে ভূয়সী প্রশংসা। তারা জানিয়েছে, দারিদ্র জয়ের লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে ভারত, ভুটান, পাকিস্তানের চেয়ে।
বাংলাদেশে বিশ কোটির মধ্যে তলায় পড়ে মাত্র ২ কোটি ৮০ লাখ। তাদের টেনে তোলা হচ্ছে। বিশ্বে হতদরিদ্র ৭৭ কোটি। তার ৫১ শতাংশ বা ৩৯ কোটির বাস আফ্রিকায়। ৩৪ শতাংশ থাকে দক্ষিণ এশিয়ায়। বাকিরা ইউরোপ, আমেরিকায়। সব জায়গাতেই মাথায় নজর বেশি। পায়ের যত্ন কম। যারা নীচে পড়ে, তাদের মাড়িয়ে গেলেও অসুবিধে নেই। দুনিযায় যা কিছু সংকট তার সূত্রপাত দারিদ্র থেকেই।
Leave a Comment