দুই ঈদে সালমানের দুই ধামাকা
অনলাইন ডেস্ক
বলিউডে সালমান খান মানেই বড় বাজেটের ছবি। আয়ের দিক থেকেও বরাবর উপরেই থাকে তার ছবি। যার প্রমাণ তিনি কয়েকদিন আগেই দিয়েছেন। তার মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘টাইগার জিন্দা হ্যা’ ৫০০ কোটিরও বেশি টাকা আয় করেছে। যার সুবাদে গত বছরের শেষ এবং নতুন বছরের শুরুটা নিজের করে নিয়েছেন দাবাং খান।
তবে শুধু শুরুটাই নয়, ২০১৮ সালের পুরোটা, এমনকী, ২০১৯ সালটাও নিজের করে রাখার ছক কষে রেখেছেন সালমান খান। ‘টাইগার জিন্দা হ্যায়’র সাফল্য শেষ না হতেই তিনি শুরু করে দিয়েছেন ‘রেস থ্রি’র শুটিং। এই ‘রেস’ সিরিজের আগের দুটি ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান। দুটিতেই তিনি সফল।
তবে এবার বাড়তি সাফল্যের জন্য ‘রেস থ্রি’-তে যোগ হয়েছে সালমান খানের নাম। পাল্টে গেছে পরিচালকও। আগের দুটি ছবি পরিচালনা করেছিলেন আব্বাস মাস্তান। এবারের প্রজেক্টটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন বলিউডের নামকরা ড্যান্স কোরিওগ্রাফার রেমো ডি সুজা। কাজেই, সাইফ আলী খান যতটা পেরেছেন, সালমান যে তারচেয়ে ঢের ভালো খেল দেখাবেন সেটার প্রমাণ তো ‘রেস থ্রি’ মুক্তি পেলেই মিলবে।
এই বছরেরই রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রেস থ্রি’। সাইফ আলী খানের জায়গায় সালমান কেমন করেন সেটা দেখতে যে দর্শক মুখিয়ে থাকবেন সেকথা এখনই বলে দেয়া যায়। তাছাড়া অ্যাকশন থ্রিলার ছবিতে বলিউডে সবাইকে ছাড়িয়ে সালমান। দাবাং, বডিগার্ড, সুলতান, এক থা টাইগার, জয় হো এবং টাইগার জিন্দা হ্যায়’র মতো ছবিগুলো দিয়ে যার স্বাক্ষর তিনি বহুবারই রেখেছেন। কাজেই, ঈদের সময়ে ‘রেস থ্রি’ মুক্তি পেলে পুরো বছরটাই যে ভাইজানের দখলে থাকবে, সেটা অনেকটাই পরিষ্কার।
এবার আসি ২০১৯ সালে। ওই বছরের জন্যও সালমান খান রেখেছেন নতুন আরেকটি ধামাকা। সেই ধামাকার নাম ‘ভারত’। এই ছবিটির পরিচালক সালমানের দুটি ৩০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করা ‘সুলতান’ও ‘টাইগার জিন্দা হ্যায়’ -এর পরিচালক আলী আব্বাস জাফর। নায়ক-পরিচালকের সফল এই জুটি তৃতীয়বারের মতো আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।
জুম টিভির খবর বলছে, এপ্রিল নাগাদ শুরু হতে পারে ‘ভারত’ ছবির শুটিং। সম্প্রতি একটি টুইটে ছবির পরিচালক আলী আব্বাস জাফর জানান, ‘ভারত’র কাজ পুরোদমে চলছে। ছবির স্ক্রিপ্ট লেখার কাজ প্রায় শেষ। খুব শিগগিরই শুটিংয়ের জন্য উপযুক্ত জায়গার সন্ধান করা হবে।’ ছবির সঙ্গীতের দায়িত্বে থাকছেন বিশাল দাদলানি, শেখর রাভজিয়ানি ও ইরশাদ কামিল।
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘ওডি টু মাই ফাদার’এর হিন্দি সংস্করণ হতে যাচ্ছে ‘ভারত’। এই ছবির মাধ্যমে ‘বডিগার্ড’ -এর পর আবারও সালমানের ছবি প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী। ২০১৯ সালের রোজার ঈদে ভারত’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দুই বছরের দুই ঈদে সালমানের বড় দুই ধামাকা। আছে কি টেক্কা দেয়ার মতো কেউ, বা কোনো ছবি?
Leave a Comment