নারায়ণগঞ্জে ৯২ হাজার ইয়াবা উদ্ধার
অনলাইন
নারায়ণগঞ্জে একটি নোয়া গাড়ীতে তল্লাশী চালিয়ে ৯২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় নগদ অর্থসহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
২৬ জুলাই দুপুরে বুধবার নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় জেলা পুলিশ গাড়ীতে তল্লাশী চালিয়ে এই ইয়াবা উদ্ধার করে। এসময় তাদের ব্যবহৃত নোয়া গাড়িটি জব্দ করা হয়।
আটককৃতরা হলো- কুমিল্লা লাকসামের সুভাষ চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস, রূপগঞ্জের আবুল হোসেনের ছেলে জাহিদ হাসান, ডেমরার মৃত নূর মোহাম্মদের ছেলে সালাউদ্দিন, নোয়াখালির সেনবাগের মৃত শাহাদাৎ উল্লাহর ছেলে নূর নবী ও কুমিল্লার লাকসামের আমির হোসেনের ছেলে মনির।
ডিবি এসআই মফিজুল ইসলাম জানান, পুলিশের সদর দপ্তরের গোপনীয় শাখা সহযোগিতায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড চৌরাঙ্গী পাম্প এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় নতুন এক্স নোয়া (ঢাকা মেট্রো-য়-০০-০৪৯৯) গাড়ীতেতল্লাশি চালিয়ে ৪৬টি প্যাকেটে মোট ৯২ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও বিক্রয় লব্দ নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় ৫ জনকে।
Leave a Comment