নেত্রকোনায় ‘হেরোইন ব্যবসায়ী’ খুশি আটক
অনলাইন ডেস্ক
নেত্রকোনা শহরের জয়নগরে সিভিল সার্জন অফিসের সামনে অভিযান চালিয়ে ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ সময় খুশি আক্তার (৩০) নামের এক নারীকে আটক করা হয়। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খানের দাবি, নেত্রকোনা জেলা শহরের পূর্ব চকপাড়া এলাকার খুশি আক্তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ জয়নগর সিভিল সার্জন অফিসের সামনে থেকে ৫৫ গ্রাম হেরোইনসহ তাঁকে আটক করে।
এ ছাড়া ইসলামপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় জুয়েল চন্দ্র সরকার (২০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক জুয়েলের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আদর্শ গ্রাম পঞ্চাননপুর এলাকায়।
আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Leave a Comment