Breaking News

প্রচ্ছদ > এক্সক্লুসিভ

নেদারল্যান্ডে ভাষা সৈনিকদের স্মরণে প্রথম শহীদ মিনারের ভিত্তি স্থাপন।

অনলাইন ডেস্ক
নেদারল্যান্ডে ভাষা সৈনিকদের স্মরণে প্রথম শহীদ মিনারের ভিত্তি স্থাপন।

নেদারল্যান্ডসের জুইডারপার্কে প্রথম শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। খবর ইউএনবি।

১৯ ফেব্রুয়ারি, সোমবার হেগ পৌরসভার সম্মতিক্রমে এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তি প্রস্তর স্থাপনকালে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পররাষ্ট্র সচিব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 শহীদ মিনার নির্মাণের কাজে জমি বরাদ্দের অনুমোদন দেওয়ার জন্য পররাষ্ট্র সচিব হেগ পৌর কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।  পাশাপাশি মাতৃভাষা সংরক্ষণের গুরুত্বও তুলে ধরেন তিনি।

এদিকে শহীদ মিনার রক্ষণাবেক্ষণের জন্য এনআরবির কাছ থেকে সহযোগিতার আশা ব্যাক্ত করেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার যাত্রায় ২১শে ফেব্রুয়ারির সব ভাষা শহীদ সার্বক্ষণিকভাবে আমাদের অনুপ্রেরণা যুগিয়ে এসেছে।’

হেগ রবিন বালডয়সিংয়ের ডেপুটি মেয়র বলেন, ‘ভাষা স্মৃতিস্তম্ভটি বাংলা ভাষার আন্দোলনের ওপর ভিত্তি করে তৈরি করা হলেও বিশ্বের সব ভাষায় অনূদিত করা হয়েছে।’

এই ঐতিহাসিক ঘটনার অংশ হতে পেরে দারুণ আনন্দিত হেগ পৌর কর্তৃপক্ষ। ভিত্তি প্রস্তর স্থাপনের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকা সত্ত্বেও ১০০ জনেরও বেশি মানুষ অনুষ্ঠানে যোগদান করেন।

বর্তমানে শহীদ মিনার নির্মাণের ডিজাইন তৈরির কাজ চলছে।

Leave a Comment

এই বিভাগের আরও খবর

Copyright 2016 All rights reserved easynews24.com. Published by Azmari Huq on behalf of Unity Media House. Website Developed By Star Design BD