প্রিয়তমা তো আমার পাশেই, বুবলীকে শাকিব
অনলাইন ডেস্ক
অপু বিশ্বাসের পর এখন পর্যন্ত শবনম বুবলীর সঙ্গেই জুটি বেঁধে বেশি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। ভক্তদের জন্য সুখবর, শাকিব-বুবলীর আরো একটি ছবি আসছে। ছবির নাম ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। গতকাল ঢাকার গুলশানে এই ছবির মহরত হয়ে গেল। সেখানে শাকিব ও বুবলী দুজনই উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ছবির পরিচালক শাহীন সুমন।
অনুষ্ঠানে শাহীন সুমন বলেন, ‘আমি এর আগে শাকিব খানকে নিয়ে ২০টি সিনেমা নির্মাণ করেছি। ২১ নম্বর ছবিটি নির্মাণ শুরু হচ্ছে। আমাদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো। আশা করি, কাজটি সবাই এনজয় করবেন। আর বুবলীকে নিয়ে আমি এর আগে কোনো কাজ করিনি। কিন্তু অহংকার ছবির শুটিং দেখে আমি বলেছিলাম, মেয়েটিকে নিয়ে আমি কাজ করব। সেই কাজটিই এখন শুরু হচ্ছে। তার বর্তমান সময়ের কাজগুলো আমি দেখেছি। আশা করি, আমাদের এই কাজটিও সবাই পছন্দ করবেন।’
মহরতে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস থেকে ছবি নির্মাণের কথা জানালেন শাকিব খান। তিনি বলেন, “আমি এখন থেকে নিয়মিত ছবি প্রযোজনা করব। এর মধ্যে একটি ছবির গল্প প্রায় শেষ। ‘প্রিয়তমা’ শিরোনামে এই ছবিটি পরিচালনা করছে হিমেল আশরাফ। আর প্রিয়তমা তো আমার পাশেই বসা। আরেকটি ছবি নির্মাণ করবেন শামীম আহম্মেদ রনি। এরই মধ্যে ছবির গল্প তৈরি হচ্ছে। আশা করি, খুব তাড়াতাড়ি ছবির ঘোষণা দিয়ে কাজ শুরু করব।”
শাপলা মিডিয়া প্রযোজিত ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। ছবিতে নায়িকা হিসেবে আরো অভিনয় করছেন সুচিস্মিতা মৃদুলা।
Leave a Comment