Breaking News

প্রচ্ছদ > বিদেশে উচ্চ শিক্ষা

ফিনল্যাণ্ড এ কাজ করতে আমরা যারা আগ্রহী তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

নিজস্ব প্রতিবেধক
ফিনল্যাণ্ড এ কাজ করতে আমরা যারা আগ্রহী তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

আপনি ফিনল্যাণ্ড এ কাজ করতে আগ্রহী হলে আপনাকে নিম্নোক্ত যেকোনো দুটি ক্যাটাগরির একটিতে রেসিডেন্ট পার্মিট (ভিসা) পেতে হবে :

১. ফিনল্যাণ্ড কর্তৃক কতিপয় স্পেসিফিক কাজের উপর নির্ভর করে রেসিডেন্ট পার্মিট গ্রহণ (a specialist, a researcher, as an employee for a religious or non-profit association an athlete, coach or trainer, or sports judge or referee, a trainee ship প্রভৃতি । এই ব্যাপারে আরেকদিন বিস্তারিত লিখবো ইনশা আল্লাহ ) ।

২. “Self employed person” হিসাবে রেসিডেন্ট পার্মিট গ্রহণ :- নিজের কোনো ব্যাবসা শুরু করতে চাইলে কিংবা কোনো কোম্পানি তে পার্টনারশীপ থাকলে এই ক্যাটেগরিতে ফিনিশ রেসিডেন্ট পার্মিট নেওয়া যেতে পারে ।

কখন আপনার রেসিডেন্ট পার্মিট এর প্রয়োজন নেই? :-
কিছু স্পেসিফিক কারণে ( নিম্নে দেওয়া হলো কিছু) আপনার যদি অন্য কোনো Schengen ভুক্ত কোনো দেশের কাজের অনুমোদন সহ residence পার্মিট বা ভিসা থেকে থাকে তবে সেই রেসিডেন্ট পার্মিট দিয়েই আপনি ফিনল্যাণ্ড এ কাজ করতে পারবেন , এই ক্ষেত্রে আপনাকে নতুন করে (ওই শর্তগুলোর মধ্যে থেকে) ফিনল্যাণ্ড এ কাজে ফিনিশ রেসিডেন্ট পার্মিট এর জন্য আলাদাভাবে এপলাই করতে হবে না ।

১. আপনি যদি একজন interpreter, একজন teacher, একজন specialist, কিংবা একজন sports judge বা referee হয়ে থাকেন এবং আপনার ফিনল্যাণ্ড এর কাজের কন্ট্রাক্ট যদি অনুর্ধ ৩ মাসের জন্য কোনো invitation ভিক্তিক হয়ে থাকে

২. যদি আপনি একজন professional artist, একজন ক্রীড়াবিদ বা coach কিংবা কোনো ক্রীড়া দলের সদস্য হয়ে থাকেন এবং আপনার ফিনল্যাণ্ড এর কাজের কন্ট্রাক্ট যদি অনুর্ধ ৩ মাসের জন্য কোনো invitation ভিক্তিক হয়ে থাকে

৩. যদি আপনি Register of Merchant Vessels এ listed কোনো জাহাজের নাবিক হয়ে থাকেন

৪. যদি আপনি বেরি বা ফল বা শাকসব্জি ক্ষেতখামারে কাজের সুযোগ পান এবং আপনার ফিনল্যাণ্ড এর কাজের কন্ট্রাক্ট যদি অনুর্ধ ৩ মাসের জন্য কোনো invitation ভিক্তিক হয়ে থাকে।

একজন asylum seeker ফিনল্যাণ্ড এ কাজ করতে পারবে কিনা? :-
একটু জটিল এই ব্যাপারটা ক্লিয়ার করা , তবে application submit করার ৩ মাস বা ৬ মাস (submit করা কাগজগুলোর প্রেক্ষিতে) পর যখন কোনো asylum seeker দেশ জুড়ে ভ্রমণের সুযোগ পাবে তখন কিছু শর্ত সাপেক্ষে সে কাজের অনুমতি পেতে পারে ।

যদি আমি ফিনল্যাণ্ড এ যেকোনো ডিগ্রী শেষ করি ?? :-
ফিনল্যাণ্ড এ যেকোনো ডিগ্রী শেষ করে আপনি যেকোনো কাজ পাবার সাথে সাথে কাজের উপরে ফিনিশ রেসিডেন্ট পার্মিট এর জন্য আবেদন করতে পারবেন । উল্লেক্ষ্য যে :- ফিনল্যাণ্ড এ পড়াশোনা শেষ করে কাজ খোজার জন্য ৬ মাসের একটি B ক্যাটাগরির রেসিডেন্ট পার্মিট পাবেন যা কাজ পাবার সাথে সাথে আবেদনের মাধ্যমে A রেসিডেন্ট পার্মিট এ পরিবর্তিত হবে ।

আপনি যদি ইউরোপের, Iceland, Liechtenstein, Norway বা Switzerland এর নাগরিক হোন:- তবে ফিনল্যাণ্ড এ কাজের জন্য আপনার নতুন কোনো রেসিডেন্ট পার্মিট এর প্রয়োজন পরবে না । তবে এইক্ষেত্রে সামাজিক সুবিধাগুলো ভোগ করতে আপনাকে লোকাল পুলিশ স্টেশন এর ইমিগ্রেশন কর্তৃক নথিভুক্ত হতে হবে।

Leave a Comment

এই বিভাগের আরও খবর

Copyright 2016 All rights reserved easynews24.com. Published by Azmari Huq on behalf of Unity Media House. Website Developed By Star Design BD