বিজিএমইএ ভবন নিজ খরচে ভাঙতে হবে: পূর্ণাঙ্গ রায় প্রকাশ
Online
অবিলম্বে রাজধানীর হাতিরঝিলের বেআইনিভাবে নির্মিত বিজিএমইএ বহুতল ভবনটিকে নিজ খরচে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে এই নির্দেশ দেয়া হয়। সুপ্রিম কোর্ট আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চের দেয়া আদেশে বলা হয়, বিজিএমইএ যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে আগামী ৯০ দিনের মধ্যে রাজউক এই ভবনটি ভেঙে ফেলবে।
গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৫ পৃষ্ঠার এই রায় প্রকাশ পায়। এর আগে গত ২রা জুন বৃহস্পতিবার বিজিএমইএ ভবন ভাঙতে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিজিএমইএ’র করা আপিল আবেদন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ খারিজ করে দেন।
Leave a Comment