Breaking News

প্রচ্ছদ > বিদেশে উচ্চ শিক্ষা

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা এখন হাতের নাগালে

সোহাগ
মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা এখন হাতের নাগালে

মালয়েশিয়া বর্তমানে শুধুমাত্র এশিয়ার মধ্যেই নয়, বরং সারাবিশ্বে একটি উন্নত দেশ হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সর্বক্ষেত্রে মালয়েশিয়া পৃথিবীর বুকে একটি মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। আর তাই বিশ্ববাসীর নজর এখন এশিয়ার এই দেশটির দিকে। শিক্ষা ক্ষেত্রে মালয়েশিয়া সাম্প্রতিক বছরগুলোতে করেছে অভূতপূর্ব উন্নতি। সারা মালয়েশিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য উন্নতমানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা বিশেষত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহনের জন্য মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছে। বাংলাদেশ থেকেও প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী মালয়েশিয়ায় পড়তে যাচ্ছে।

 

উচ্চ শিক্ষা ব্যবস্থা

  • মালয়েশিয়ায় উচ্চ শিক্ষা ব্যবস্থা ৪টি পর্যায়ে বিন্যস্ত। এগুলো হচ্ছে-
  • ডিপ্লোমা কোর্স- ২ থেকে ৩ বৎসর মেয়াদী
  • আন্ডার গ্র্যাজুয়েট কোর্স- ৩ থেকে ৫ বৎসর মেয়াদী
  • পোস্ট গ্র্যাজুয়েট কোর্স- ১ থেকে ২ বৎসর মেয়াদী
  • ডক্টরাল (PhD) কোর্স- ৩-৫ বৎসর মেয়াদী
  • এখানকার উচ্চ শিক্ষা ব্যবস্থা সেমিষ্টার ভিত্তিক।প্রতি শিক্ষা বর্ষ ৩টি সেমিষ্টারে বিভক্ত। যথা:
  • ১ম সেমিষ্টার : জানুয়ারী-এপ্রিল
  • ২য় সেমিষ্টার: মে-আগষ্ট
  • ৩য় সেমিষ্টার: সেপ্টেম্বর-ডিসেম্বর

 

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

  • আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য ন্যূনতম ১২ বৎসরের পূর্বতন শিক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক সমমানের শিক্ষা
  • পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য ন্যূনতম ১৬ বৎসরের পূর্বতন শিক্ষা অর্থাৎ ব্যাচেলর ডিগ্রীধারী
  • ডিপ্লোমা কোর্সের জন্য নূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট
  • ডক্টরাল (PhD) কোর্সের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং ব্যাপক গবেষণালব্ধ অভিজ্ঞতা।

 

ভাষাগত যোগ্যতা

মালয়েশিয়ায় আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট পড়াশুনার জন্য বিদেশী শিক্ষার্থীদের ইংরেজী ভাষার নিম্নোক্ত যেকোন একটি যোগ্যতা থাকতে হবে।

  • TOEFL CBT SCORE 173 to 250
  • TOEFL IBT SCORE 61 to 100
  • IELTS (academic) 6.0 to 7.0

 

যেসব বিষয় পড়ানো হয়

মালয়েশিয়ার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য বিষয়ে পাঠদান করা হয়। নিচে মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার জন্য আদর্শ বিষয়গুলো উল্লেখ করা হলো:

  • বিজনেস ম্যানেজমেন্ট
  • ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি
  • মেডিসিন
  • ভেটেরেনারী মেডিসিন
  • মর্ডার্ন ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন
  • ফার্মাসিউটিক্যাল সায়েন্স
  • বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
  • চার্টার্ড একাউন্টেন্সি
  • হেলথ সায়েন্সেস
  • ইঞ্জিনিয়ারিং
  • এগ্রিকালচার
  • ফরেস্ট্রি
  • ইসলামিক ষ্টাডিজ
  • সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ
  • এনভায়রোনমেন্টাল সায়েন্স
  • ডিজাইন এন্ড আর্কিটেকচার

 

বিদেশে শিক্ষার্থীদের জন্য মালয়েমিয়ার সেরা বিশ্ববিদ্যালয় গুলো হচ্ছে:

  • University Technology Malaysia
  • University Tun Hussein Onn Malaysia
  • University Utara Malaysia
  • University of Malaya
  • University Technical Malaysia Melaca
  • University Sains Islam Malaysia
  • Tunku Abdul Rahman University
  • UCSL University
  • University of Kualalumpur
  • Malaysia Theological University
  • Panang Medical College
  • Wawsan Open University
  • University Technology Petronas
  • Swinburne University of Technology Sarawak Campus
  • Al-Madinah International University

 

বিদেশী শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া

  • আগ্রহী বিদেশী শিক্ষার্থীকে সর্বপ্রথম ইন্টারনেট থেকে তার পছন্দের বিশ্ববিদ্যালয়গু্লোর একটি তালিকা প্রস্তুত করতে হবে। অত:পর তাকে জানতে হবে তিনি যে বিভাগে ভর্তি হতে চান নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সে বিভাগে ভর্তির আবেদনের শেষ সময়সীমা কবে নাগাদ বিদ্যমান।
  • প্রতিষ্ঠানটির ভর্তি অফিস বরাবর ভর্তি তথ্য এবং আবেদন ফর্মের জন্য সরাসরি লিখতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও সরাসরি আবেদন ফর্ম ডাউনলোড করে নেয়া যেতে পারে।
  • কিছু বিশ্ববিদ্যালয়ে অন-লাইন আবেদন প্রক্রিয়া চালু আছে।
  • ভর্তি অফিস থেকে আপনাকে আবেদনপত্র, ট্রান্সক্রিপ্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত সব তথ্য জানাবে।
  • আপনাকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে “student pass” এর জন্য আবেদন করতে হবে।
  • আপনার পক্ষে আপনার পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান ইমিগ্রেশন হেডকোয়ার্টার্স এর “পরিচালক, পাস ও পারমিট বিভাগ” বরাবর আবেদন করবে।
  • আবেদনের ১ মাসের ভেতর ইমিগ্রেশন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করবে।
  • প্রয়োজনীয় সব কাগজপত্র এবং তথ্যাবলী সংগ্রহের জন্য আপনাকে কমপক্ষে ৬ মাস সময় হাতে রেখে প্রস্ততি শুরু করতে হবে।
  • আবেদনপত্র প্রক্রিয়াকরন, “Student pass” অনুমোদন এবং ভিসা ইস্যু ইত্যাদি সবকিছু মালয়েশিয়া থেকে সম্পন্ন করা হয়।

 

প্রয়োজনীয় কাগজপত্র

  • যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদের (এবং মার্কশীটের) ইংরেজি ট্রান্সক্রিপ্ট
  • স্কুল/কলেজ ত্যাগের ছাড়পত্র
  • TOEFL অথবা IELTS টেস্টের রেজাল্ট শীট
  • পাসপোর্টের ফটোকপি
  • আবেদন ফি পরিশোধের প্রমানপত্র
  • Security/Personal bond ফি পরিশোধের প্রমাণপত্র
  • Student pass এর ভিসা ফি পরিশোধের প্রমাণপত্র।

 

শিক্ষা ব্যয়

  • মালয়েশিয়ান পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে টিউশন ফি ৮৮২১ মার্কিন ডলার থেকে ১৭৬৪২ ডলার (সর্বমোট)
  • মাষ্টার্স পর্যায়ে খরচ পড়বে ৫৫৮৬ মার্কিন ডলার থেকে ১০২৯১ মার্কিন ডলার (সর্বমোট)
  • ডক্টরেট ডিগ্রীর গবেষনার জন্য খরচ পড়বে ৮৮২১ মার্কিন ডলার থেকে ১০২৯১ মার্কিন ডলার।

 

জীবনযাত্রার ব্যয়

মালয়েশিয়ায় একজন বিদেশী ছাত্র/ছাত্রীর জীবনযাত্রার বাৎসরিক ব্যয় ২৭০০ থেকে ৩০০০ মার্কিন ডলার।

 

স্বাস্থ্য বীমা

মালয়েশিয়ায় পড়তে আসা বিদেশী ছাত্রছাত্রীদের অবশ্যই পর্যাপ্ত স্বাস্থ্য ও ভ্রমন বীমা থাকতে হবে।

  • প্রতি সেমিষ্টারে বীমা খরচ ৩০ মার্কিন ডলার

অন্যান্য প্রয়োজনীয় তথ্য:

কাজের সুযোগ:

মালয়েশিয়ায় একজন বিদেশী ছাত্র/ছাত্রী তাদের পূর্ণকালীন (Full Time) শিক্ষা শুরু করার পর কাজের অনুমতির জন্য আবেদন করতে পারেন। একজন শিক্ষার্থী সেমিষ্টার পরবর্তী ছুটিতে অথবা ৭ দিনের অতিরিক্ত মেয়াদের কোন ছুটিতে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘন্টা কাজ করার অনুমতি পেয়ে থাকেন। ক্যাম্পাসে কাজ করে যে উপার্জন করা সম্ভব তা দিয়ে টিউশন ফি বা জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা সম্ভব নয়। কাজ করতে আগ্রহী একজন শিক্ষার্থীর অবশ্যই “student pass” থাকতে হবে।

 

যেসব ক্ষেত্রে কাজ পাওয়া যায়:

মালয়েশিয়ায় বিদেশী শিক্ষার্থীরা রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প, মিনি মার্কেট ও হোটেলগুলোতে কাজ করতে পারেন। এসব কাজ থেকে মাসিক ৩০০ থেকে ৭৫০ মার্কিন ডলার পর্যন্ত উপার্জন করা সম্ভব।

 

ভিসা আবেদন :

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার্থে “student pass” এর জন্য ঢাকাস্থ মালয়েশিয়ান দূতাবাসে যোগাযোগ করতে হবে। দূতাবাস কর্তৃক নির্দেশিত প্রক্রিয়ায় আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। তবে ভিসা ইস্যু করা হবে মালয়েশিয়া থেকে।

 

ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনের ঠিকানা:

বাড়ী- ১৯, রোড- ৬, বারিধারা,

ঢাকা-১২১২

ফোন: ৮৮২৭৭৫৯

ই-মেইল: mwdhaka@citechco.net

 

মালয়েশিয়ায় উচ্চ শিক্ষায় সহায়তার ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান :

Unity Global Network

Suit#401, 3rd Floor, Anannya Shopping Complex, Baridhara DOHS, Dhaka-1206, Bangladesh.

Mobile No. :  +8801943680910 / +8801976777055

Phone : +88-02-8418353

Website:http://www.unityglobalnetwork.com

Leave a Comment

এই বিভাগের আরও খবর

Copyright 2016 All rights reserved easynews24.com. Published by Azmari Huq on behalf of Unity Media House. Website Developed By Star Design BD