যুক্তরাষ্ট্রে অনলাইনে বিক্রির রেকর্ড
অনলাইন
যুক্তরাষ্ট্রে এ বছর সাইবার মানডে উপলক্ষে স্যামসাং ৪কে টিভি, প্লেস্টেশন ৪এস, বার্বি ডল এবং আরও অনেক পণ্য কিনতে ৩.৪৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে ক্রেতারা। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অনলাইন বিক্রির রেকর্ড।
অ্যাডোবি ডিজিটাল ইনসাইটের ডেটায় দেখা গেছে, থ্যাংকসগিভিং উইকেন্ডে প্রতি বছরের তুলনায় এ বছর বিক্রির যে অনুমান করা হয়েছিল, তা ছাড়িয়ে গেছে। আরে এতে করে দোকানে কেনাকাটার হার কমে গিয়েছিল।
ধারণা করা হচ্ছিল গত বছরের সাইবার মানডের তুলনায় এ বছর ১২.১ শতাংশ বেশি বিক্রি হবে এবং এ বিক্রি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩.৩৬ বিলিয়ন ডলার।
শীর্ষ বিক্রিত ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে আছে সনি'র প্লেস্টেশন ৪, মাইক্রোসফটের এক্সবক্স গেমিং কনসোল, স্যামসাং ৪কে টিভি, অ্যাপলের আইফোন এবং অ্যামাজনের ফায়ার ট্যাবলেট। আর শীর্ষ বিক্রিত খেলনার মধ্যে রয়েছে লেগো বিল্ডিং ব্লক এবং ম্যাটেল এর বার্বি ডল।
Leave a Comment