রাজধানীর বসুন্ধরা খেকে নারী হ্যাকার গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
ইমেইল হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবার রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সোনিয়া শারমিন নামে এক নারী হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একইসঙ্গে কিংসলে লিভিং স্টোন নামে এক নাইজেরিয়ায় হ্যাকারকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
তারা গ্রাহকদের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংকের তথ্য চুরি করে টাকা হাতিয়ে নিত বলে অভিযোগ রয়েছে।
বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Comment