Breaking News

প্রচ্ছদ > রাজনীতি

রাজপথে নেমে আসুন, দুই হাত শূণ্যে তুলে প্রতিবাদ করুন।

অনলাইন ডেস্ক
রাজপথে নেমে আসুন, দুই হাত শূণ্যে তুলে প্রতিবাদ করুন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এই রায় অবৈধ প্রধানমন্ত্রীর প্রতিহিংসার রায়। এককভাবে একদলীয় শাসন দীর্ঘায়িত করার জন্য রায় দেয়া হয়েছে। এই রায় বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। এই রায় একজনকে খুশি করার জন্য দেয়া হয়েছে। ন্যায় বিচার হয়নি। চাকরি বাঁচানোর জন্য এই রায় দেয়া হয়েছে।
এসময় রিজভী সারাদেশের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদের আহ্বান জানান। তিনি বলেন, সরকার নাশকতা করবে এবং সেটা আপনাদের ওপর চাপানোর চেষ্টা করবে। রাজপথে নেমে আসুন। দুই হাত শূণ্যে তুলে প্রতিবাদ করুন। আজ বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের কারাদ- দেয়ার প্রতিবাদে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, আইনী পক্রিয়া ও রাজনৈতিক ভাবে এই রায় মোকাবেলা করা হবে।

Leave a Comment

এই বিভাগের আরও খবর

Copyright 2016 All rights reserved easynews24.com. Published by Azmari Huq on behalf of Unity Media House. Website Developed By Star Design BD