Breaking News

প্রচ্ছদ > অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত কোনো বাণিজ্যিক কিংবা বিশেষায়িত ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান হলেন লুনা শামসুদ্দোহা।

অনলাইন ডেস্ক
রাষ্ট্রায়ত্ত কোনো বাণিজ্যিক কিংবা বিশেষায়িত ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান হলেন লুনা শামসুদ্দোহা।

দেশের রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন লুনা শামসুদ্দোহা। এর আগে তিনি ব্যাংকটির পরিচালক ছিলেন।

২৮ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যায় লুনা শামসুদ্দোহা তার পদের দায়িত্ব নিয়েছেন। আর এই দায়িত্ব নেওয়ার মধ্যে দিয়ে তিনি রাষ্ট্রায়ত্ত কোনো বাণিজ্যিক কিংবা বিশেষায়িত ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান হলেন।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস ছালাম আজাদ গণমাধ্যমকে লুনার দায়িত্ব নেওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে লুনা গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওপর আস্থা রেখে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন, তিনি এতে সম্মানিত বোধ করছেন। তিনি প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্বের মর্যাদা রক্ষা করবেন। এবং তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাংকটিকে তিনি সামনের দিকে এগিয়ে নিতে চান।

শামসুদ্দোহা ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর একই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট-এ প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯২ সালে দোহাটেক নিউ মিডিয়া প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়িক জীবনের সূচনা ঘটে। এ সময় তিনি নিজেকে আইটি বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

২০০৫ সালে তিনি সুইস ইন্টারঅ্যাকটিভ মিডিয়া সফটওয়্যার অ্যাসোসিয়েশন (সিসমা) প্রাপ্ত হন। ২০০৭-২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র তৈরিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেছেন তিনি। ২০১৩ সালের নভেম্বর মাসে প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধির কারণে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক (গুইন) সম্মাননা পান।

এ ছাড়া তিনি বাংলাদেশ উইমেন অ্যান্ড টেকনলোজি’র প্রেসিডেন্ট, বাংলাদেশ বিজনেস ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা, সফটওয়্যার উদ্যোক্তা এবং সুইজারল্যান্ডের গ্লোবাল থট লিডার অন ইনক্লুসিভ গ্রোথের সদস্য। একই সঙ্গে তিনি ভিজ্যুয়াল ইফেক্টসে দু-দুবার অস্কার জেতা ও অস্কারের বিচারক নাফিস বিন যাফরের খালা হন।

Leave a Comment

এই বিভাগের আরও খবর

Copyright 2016 All rights reserved easynews24.com. Published by Azmari Huq on behalf of Unity Media House. Website Developed By Star Design BD