লেভেন্ডার ও খাজনা মিঠাইকে তিন লাখ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক
অনুমোদন ছাড়া বিদেশ থেকে পণ্য আমদানি করে তা বিক্রি এবং উৎপাদিত পণ্যের তালিকার বাহিরে সেমাই তৈরি করে তার মোড়কে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যবহারের অপরাধে দুই প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৭ জুন, বুধবার রাজধানীর গুলশান-২ এলাকায় বিএসটিআই ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ অভিযানে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।
দুপুর থেকে বিকেলে পর্যন্ত চলা এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম।
বিএসটিআইয়ের সহকারী পরিচালক আরাফাত হোসেন জানান, গুলশান-২ এলাকার লেভেন্ডার নামের প্রতিষ্ঠানটি বিদেশ থেকে আমদানিকৃত অনুমোদনহীন পণ্য বিক্রি করছিল। যেসব পণ্য বিক্রির জন্য তারা বিএসটিআই থেকে কোনো ধরনের অনুমতিও নেননি।
এসব পণ্যের মধ্যে শ্যাম্পু, ফুলক্রিম গুঁড়ো দুধসহ বিভিন্ন বিদেশি পণ্য রয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া একই এলাকায় খাজনা মিঠাই নামের একটি মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনুমোদিত পণ্যের বাহিরে লাচ্ছা সেমাই বিক্রি করছিল। শুধু তাই নয়, তারা এসব সেমাই বিক্রির জন্য মোড়ক তৈরি করে তাতে বিএসটিআইয়ের মান চিহ্নও ব্যবহার করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরাফাত হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রতিষ্ঠান দুটি অনুমোদনকৃত পণ্যের বাহিরে পণ্য বিক্রি ও তৈরি করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করছিল। এ কারণে বিষয়গুলো হাতেনাতে ধরার পর জরিমানা করা হয়েছে।’
Leave a Comment