শীতে সেজেছে ডিমান্ড
বিনোদন ডেস্ক
শীত যেন জেকে বসেছে। এ কারণে সবাই আবার ব্যস্ত হয়ে পড়েছে কনকনে শীত থেকে রক্ষা পেতে গরম কাপড় সংগ্রহে।
তবে বর্তমান সময়ে শীতের কাপড় শুধু শীত নিবারণের জন্যই নয় বরং হয়ে উঠেছে ফ্যাশনেবল। আর সেদিকটা মাথায় রেখে ফ্যাশন হাউস ডিমান্ড তাদের সবগুলো শোরুমে নিয়ে এসেছে ফ্যাশনেবল শীতের পোশাক।
তীব্র শীত কিংবা হালকা যেটাই হোক না কেন সব ধরনের শীতের কাপড়ের পসরা সাজিয়েছে ডিমান্ড। পোশাকের রুচিশীল ডিজাইন, উজ্জ্বল রং এবং সহনীয় মূল্য যে কাউকে আকৃষ্ট করবে।
যোগাযোগ (শোরুম ): ক্যাপিটাল সিরাজ মার্কেট বেইলি রোড (তৃতীয় তলা), জলেশ্বরী তলা (বগুড়া), জামান টাওয়ার নারায়নগঞ্জ (নিচ তলা), সাভার সিটি সেন্টার (প্রথম তলা)। ফোন: ০১৯৭৭-৫২৫৬৫৮
Leave a Comment