শ্রদ্ধার ফুলে ঢেকে গেল ফকির আলমগীরের মরদেহ
অনলাইন
বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীরের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
আজ দুপুর পৌনে ১২টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। নাগরিক শ্রদ্ধাঞ্জলি পর্বে ব্যবস্থাপনায় ছিলো সম্মিলিত সাংস্কৃতিক জোট।
ফকির আলমগীরকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন তার স্বজন, সহকর্মী, ভক্তসহ সাধারণ মানুষ।
প্রথমেই আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।
Leave a Comment