ষষ্ঠ বিবাহবার্ষিকীর সন্ধ্যায় শিশিরকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন সাকিব
অনলাইন ডেস্ক
দাম্পত্য জীবনের অর্ধযুগ পূর্তিটা অবশ্য একটু ভিন্ন ভাবেই মনে থাকবে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের। কেননা ষষ্ঠ বিবাহবার্ষিকীর সন্ধ্যায় শিশিরকে চমকেই দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব।
কীভাবে? ষষ্ঠ বিবাহবার্ষিকির দিন স্ত্রী শিশিরকে একটি সাদা বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন সাকিব। ওই গাড়ির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে আপলোড করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন শিশির।
ছবি দুটির ক্যাপশনে লেখা ছিল, ‘সাকিবের তরফ থেকে বিবাহবার্ষিকীর উপহার।’
১২-১২-১২। ছয় বছর আগে ওই বিশেষ দিনেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন সাকিব আল হাসান ও উম্মে আহমদে শিশির। গতকাল ছিল এই জুটির ষষ্ঠ বিবাহবার্ষিকী। দিনভর ভক্ত সমর্থকদের কাছ থেকে শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই জুটি।
এর আগে সকালে নিজেদের ষষ্ঠ বিবাহবার্ষিকী উপলক্ষে একটি ভিডিও আপলোড করেছেন সাকিব। ভিডিওটি তাদের দুজনের বিভিন্ন সময়ের মুহূর্তের ছবি দিয়ে তৈরি।
Leave a Comment