সাভারে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
অনলাইন ডেস্ক
ঢাকার অদূরে সাভার উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার রাতে উপজেলার স্মরণিকা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকায় পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত।
ঘটনার সময় এলাকাবাসী শিশুটির প্রতিবেশী মিলন নামের এক যুবককে আটক করলেও পরে সে কৌশলে পালিয়ে যায়। মিলন পেশায় একজন টাইলস মিস্ত্রি। সেও ওই এলাকায় ভাড়া থাকে।
এলাকাবাসীর বরাত দিয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, মিলন শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিল। শিশুটি ভয়ে কাউকে বিষয়টি জানায়নি।
গতকাল রাতে শিশুটির চিৎকার শুনে লোকজন এগিয়ে যায়। তখন মিলনকে আটক করলেও সে কৌশলে পালিয়ে যায়। পরে শিশুটির পরিবার ৯৯৯ ফোন করে বিষয়টি সাভার মডেল থানাকে জানায়।
অন্যদিকে দুদিন আগে ধামরাই উপজেলার রৌহা এলাকায় শিশুকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় সোহান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সূত্রঃ এনটিভি
Leave a Comment