সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে যারা অপপ্রচার করছে তারা বিএনপি-জামায়াতের লোক
অনলাইন ডেস্ক
সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে যারা অপপ্রচার করছে তারা বিএনপি-জামায়াতের লোক বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রোববার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিষয়ে সচেতনতা বাড়াতে বাংলালিংক এর রোড-শো শেষে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আমরা দেখেছি অপপ্রচারটি কাদের কাছ থেকে আসছে। ফেইসবুক পেইজ ও অনলাইন পোর্টালসহ মোট ৪০টি পেইজে অপপ্রচার চালানো হচ্ছে। যারা এটা করছেন তারা জামায়াত-শিবির ও বিএনপি এবং যারা অবৈধ ভিওআইপির ব্যবসার সঙ্গে জড়িত।
অপপ্রচারকারীরা প্রায় ৪০টি রেজিস্ট্রিবিহীন অনলাইন পেইজ খুলে ইউকে থেকে বিভিন্নভাবে পোস্ট দিচ্ছেন এবং মনিটর করছেন। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, এই প্রক্রিয়া নিয়ে যারা অপপ্রাচার চালাচ্ছে তারা দেশ ও জনগণের শত্রু। আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে- এটি একটি ভ্রান্ত ধারণা। আমরা গ্রাহককে নিরাপত্তা দিতে চাই। এ অপপ্রচারে কান দিবেন না।
গত ১৬ ডিসেম্বর সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ায় আঙ্গুলের ছাপ না দিয়ে এখন আর নতুন সিম কেনা যাচ্ছে না। পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুনঃনিবন্ধন চলছে। যা এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
Leave a Comment