Breaking News

প্রচ্ছদ > খেলা-ধূলা

সিরিজে টিকে রইলো শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক
সিরিজে টিকে রইলো শ্রীলঙ্কা

আরো একবার ব্যাটে-বলে চৌকস নৈপুণ্য দেখালেন থিসারা পেরেরা। আর জিম্বাবুয়ের বিপক্ষে জয় নিয়ে সিরিজে টিকে রইলো শ্রীলঙ্কা। গতকাল মিরপুর শেরেবাংলা মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেটে জয় কুড়ায় লঙ্কানরা। নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে এটি শ্রীলঙ্কার প্রথম জয়। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আগের দুই ম্যাচে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে হার দেখে লঙ্কানরা। হারলেই বিদায়, এমন সমীকরণ সামনে রেখে গতকাল মাঠে নামে শ্রীলঙ্কা।
আর জিম্বাবুয়ের বিপক্ষে ছিল তাদের টানা তিন ম্যাচে হারের স্মৃতি। তবে ম্যাচের প্রথম ভাগে বল হাতে দাপুটে নৈপুণ্য দেখায় লঙ্কানরা। পরে ১৯৯ রানের টার্গেট পার করে ৩১ বল অব্যবহৃত রেখে। ২৬ বলের ইনিংসে ৩৯ রানে অপরাজিত থাকেন থিসারা পেরেরা। অধিনায়ক দিনেশ চান্ডিমাল খেলেন হার না মানা ৩৮ রানের ইনিংস।
মিরপুর শেরে বাংলা মাঠে ইনিংসের ২১.৪তম ওভার শেষে ১০৩/১ সংগ্রহ নিয়ে সহজ জয়ের পথেই ছিল লঙ্কানরা। তবে পরের ৪২ রানে চার উইকেট খোয়ায় চান্ডিমাল বাহিনী। একে একে সাজঘরে ফেরেন ওপেনার কুসাল পেরেরা, কুসাল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা ও আসেলা গুনারত্নে। এতে ৩৪.৪তম ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৪৫/৫-এ। তবে দলের আর বিপদ হতে দেননি চান্ডিমাল-থিসারা জুটি। তিন ছক্কা ও এক বাউন্ডারি হাঁকিয়ে নিজেদের জন্য ম্যাচ সহজ করেন থিসারা পেরেরা। শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান আসে কুসার পেরেরার ব্যাট থেকে। সিরিজে প্রথম সাক্ষাতে জিম্বাবুয়ের বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলেন কুসাল পেরেরা। জিম্বাবুয়ের বল হাতে ১০ ওভারের স্পেলে ৫২ রানে তিন উইকেট  নেন জিম্বাবুয়ের ৬ ফুট ৮ ইঞ্চির দীর্ঘকায় পেসার ব্লেসিং মুজারাবানি। 
গুরত্বপূর্ণ ম্যাচে গতকাল টস জিতে ব্যাটিং বেছে নেন জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে জয় পেলে এক খেরা হাতে রেখেই ফাইনালে পৌঁছে যেতো তারা। ইনিংসের শুরুটা খারাপর চিল না তাদের ওপেনিং জুটিতে স্কোর বোর্ডে ৪৪ রান জমা করেন হ্যাম্লিটন মাসাকাদজা ও সলোমন মিরে। তবে পরের ২৯ রানে চার উইকেট খুইয়ে লক্ষ্যচ্যুত হয় জিম্বাবুয়ে। সিরিজে টানা দুই ম্যাচে অর্ধশতকের কৃতিত্ব দেখানো ব্যাটসম্যান সিকান্দার রাজা গতকাল উইকেট খোয়ান ব্যক্তিগত ৯ রানে। ইনিংসের ৩৬ বল বাকি  রেখে ১৯৮ রানে গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। সর্বোচ্চ ৫৮ রান আসে ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে। জিম্বাবুয়ের লজ্জা বাড়তে পারতো। ইনিংসে ব্যক্তিগত এক অঙ্কের রানে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের ৬ ব্যাটসম্যান। তবে আট নম্বরে ব্যাট হাতে অধিনায়ক গ্রায়েম ক্রেমার করেন  ৩৪ রান । শ্রীলঙ্কার বল হাতে ৮ ওভারের স্পেলে ৩৩ রানে চার উইকেট নেন থিসারা পেরেরা। ৮ ওভারের স্পেলে ২৮ রানে তিন উইকেট নেন অপর পেসার নুয়ান প্রদীপ। সিরিজে তিন ম্যাচে এ লঙ্কান পেসারের শিকার দাঁড়ালো সর্বাধিক ৮ উইকেটে। বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসানের শিকার দুই ম্যাচে ৬ উইকেট।  সিরিজে ব্যাট হাতে থিসারার সংগ্রহ ১৩২ রান। সর্বাধিক ১৬৮ রান সংগ্রহ বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের। তিস ম্যাচে সিকান্দার রাজার সংগ্রহ ১৪২ রান। সিরিজে প্রথম সাক্ষাতে জিম্বাবুয়ের কাছে ১২ রানে হার দেখে লঙ্কানরা । আর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানে জয় দেখে বাংলাদেশ।  ওয়ানডেতে রানের ব্যবধানে বাংলাদেশের এটি সবচেয়ে বড় জয়। 

জিম্বাবুয়ে
টস: জিম্বাবুয়ে, ব্যাটিং
জিম্বাবুয়ে: ৪৪ ওভার; ১৯৮ (মাসাকাদজা ২০, মিরে, ২১, আরভিন ২, টেইলর ৫৮, রাজা ৯, ওয়ালার ২৪, মুর ০, ক্রেমার ৩৪, জারভিস ৫, চাতারা ২*, মুজারাবানি ০, থিসারা ৪/৩৩, প্রদীপ ৩/২৮, সান্দাকান ২/৫৭)
শ্রীলঙ্কা: ৪৪.৫ ওভার; ২০২/৫ ( কুসাল পেরেরা ৪৯, থারাঙ্গা ১৭, মেন্ডিস ৩৬, ডিকওয়েলা ৭, চান্ডিমাল ৩৮*, গুনারত্নে ৯, থিসারা ৩৯*, মুজারাবানি ৩/৫২, জারভিস ১/৩৪, চাতারা ১/৪০)
ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা) 

Leave a Comment

এই বিভাগের আরও খবর

Copyright 2016 All rights reserved easynews24.com. Published by Azmari Huq on behalf of Unity Media House. Website Developed By Star Design BD