স্বাধীন বাংলাদেশকে ভারতের স্বীকৃতি
অনলাইন
আজ ৬ ডিসেম্বর। পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাছ থেকে বাঙালিদের নিজস্ব সংস্কৃতি ও স্বতন্ত্র সত্তা ফিরে পাওয়ার রক্তক্ষয়ী যুদ্ধের সময় ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত সরকার। পৃথিবীর মানচিত্রে নিজস্ব ভূখণ্ড অর্জনের পথে আরেক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ।
সেদিন লোকসভায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, ‘সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর স্থায়ী মন্ত্রিসভার বৈঠকে ভারত বাংলাদেশকে স্বীকৃতিদানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র ভাবাবেগে পরিচালিত হয়ে নয়, বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি সম্পূর্ণরূপে বিচার করেই স্বীকৃতি দিচ্ছি।’
স্বীকৃতি পেয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে মিত্ররাষ্ট্র ভারতের জওয়ানদের অভিনন্দন জানান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। অন্যদিকে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় পাকিস্তান তাৎক্ষণিক ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এ ছাড়া ভারতকে অর্থনৈতিক সাহায্য বন্ধ করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
এদিকে, রণাঙ্গনের উত্তপ্ত অবস্থায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর কাছ থেকে বাঙালিদের নিজস্ব সংস্কৃতি ও স্বতন্ত্র সত্তা ফিরে পাওয়ার জন্য সম্মিলিত মিত্রবাহিনীর আক্রমণে দিশাহারা হয়ে পড়ে হানাদার বাহিনী। প্রতি ঘণ্টায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর এই অপ্রতিরোধ্য অগ্রগতির এই দিনে সূর্য ওঠার আগেই বিভিন্ন সীমান্ত ঘাঁটি থেকে পালাতে থাকেন তারা।
১৯৭১’র ৬ ডিসেম্বর প্রথম জেলা শহর হিসেবে শত্রুমুক্ত হয় যশোর। শত্রুমুক্ত হয় কুড়িগ্রাম, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং হবিগঞ্জ। আর যৌথবাহিনী পায়ে হেঁটে ঝিনাইদহ পৌঁছে শহরটি শত্রুমুক্ত করে। এ ছাড়া হানাদারমুক্ত হয় কলারোয়া, বড়লেখা, কুলাউড়া, সুনামগঞ্জ ও দেওয়ানগঞ্জ।
সেদিন বঙ্গোপসাগরে ভারতের নৌবাহিনী সৃষ্টি করে নৌ-অবরোধ। খুলনা, বীরগঞ্জ ও খানসামার পাক অবস্থানের দিকে এগিয়ে যায় মিত্রবাহিনী। লাকসাম, আখাউড়া, চৌদ্দগ্রাম, হিলিতে দৃঢ় অবস্থান নেয় মুক্তিবাহিনী। আর মিত্রবাহিনীর কৌশলী অপারেশনের কারণে পাক বাহিনী নাস্তানাবুদ হয়ে আত্মরক্ষার্থে কখনো পিছু হটে, আবার কখনো আত্মসমর্পণ করতে থাকে।
Leave a Comment