‘অন্তর জ্বালা’র সঙ্গে কোনো ছবির তুলনা করব না, একদমই না
অনলাইন
বিনোদন আকাশে থামছেই না পরীর উড়াউড়ি। সিনেমামোদী দর্শকদের দৃষ্টি থেকে ‘অন্তর জ্বালা’র প্রতিবিম্বের রেষ কাটতে না কাটতেই, অভিনেত্রী পরীমণি ডানা ঝাঁপতে বার্তা দিয়ে গেলেন, আজ মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত চলচ্চিত্রে ‘ইনোসেন্ট লাভ’। বাংলাদেশের ৫৮ টি পর্দায় একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘ইনোসেন্ট লাভ’ চলচ্চিত্রে দর্শক যে পরীমণিকে দেখতে পাবেন, তিনি হয়তো সাম্প্রতিককালের পরীমণির মতো অভিনয় পটু হবেন না। কেননা, এ সিনেমাটি সেলুলয়েড বন্দি হয়েছিল ২০১৪ সালে। তখনকার পরীর ডানার পালক হয়তো এখনকার মতো রঙিন ছিল না, হয়তো কিছুটা ফ্যাকাসেই ছিল। আর তাই নিজ ফেসবুক স্ট্যাটাসের মধ্যে দিয়ে সুদর্শনা অভিনেত্রী পরীমণি সাফসাফ জানিয়ে দিলেন, ‘এই সিনেমাটি ২০১৪ সাল, অর্থাৎ- চার বছর আগে শুটিং করা হয়েছিল। সুতরাং দয়া করে কোনো দর্শক আমার বর্তমান কাজের পরিপক্কতা ঠাঁই করতে গিয়ে বিভ্রান্ত হবেন না। আপনি এখানে অবশ্যই একজন অপরিপক্ক নবাগত নায়িকাকে দেখবেন- এটা ভেবে নিয়েই নিজ দায়িত্বে হলে যাবেন। ধন্যবাদ’।
শিল্পী তথা সৃজনশীল ব্যক্তিদের ক্ষেত্রে এমনটা ঘটে বলে শোনা যায়। আজকের কাজ বছর কয়েক বাদে চোখের সামনে এলে শিল্পী নিজের জিভ কামড়ে ভাবেন, ‘ইস! কী অপরিপক্কই না ছিলাম’! তবে অপরিপক্কাতাই তো পরিপক্ক হয়ে উঠার সোপান। সেই সোপান বেয়ে বেয়ে বিগত চার বছরে অভিনেত্রী পরীমণি নিজের অভিনয় শৈলীকে শাণিত করে নিয়েছেন, হয়েছেন মর্তলোকের একমাত্র ডানা কাটা পরী। সেই প্রমাণ মেলে ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া 'অন্তর জ্বালা' চলচ্চিত্রে। সেখানে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির ব্যবসা সফলতা কিংবা দর্শক জনপ্রিয়তার চূড়ান্ত ফিরিস্তি এখনও নির্ণীত না হলেও-'অন্তর জ্বালা সিনেমাটি দ্বিতীয় সপ্তাহেও ৫৫ টি হল পেয়েছে’-এ থেকে অনুমেয় যে, সিনেমাটি দর্শক গ্রহণ করছে দেদার।
এক সপ্তাহ ব্যবধানে পরীমণি অভিনীত দুটি সিনেমা ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের পেক্ষাগৃহে। দুটি ছবির তুলনার প্রসঙ্গ টেনে প্রিয়.কমের সঙ্গে খানিকক্ষণ কথা হয় পরীমণির।
হালের সিনে জগতের ঘড়ির কাটা দখল করে রাখা এ পর্দাকন্যার কাছে প্রশ্ন ছিল, 'অন্তর জ্বালা'র রেষ কাটতে না কাটতেই 'ইনোসেন্ট লাভ'। এটি নিয়ে আপনি কতটা আশাবাদি? ‘অন্তর জ্বালা’ বনাম ‘ইনোসেন্ট লাভ’- এ দুটি সিনেমাকে অভিনেত্রী হিসেবে নয়, একজন দর্শক হিসেবে- ১০০ নম্বরের মধ্যে কোনটিকে কত নম্বর দেবেন?
অভিনেত্রী পরীমণির উত্তর, “আমি ‘অন্তর জ্বালা’তেই আছি। দ্বিতীয় সপ্তাহে অর্ধশতাধিক হল পেয়েছে। এটা গৌরবের। এ খুশির আমেজটা এত তাড়াতাড়ি কী করে থামাই! ‘অন্তর জ্বালা’র সঙ্গে কোনো ছবির তুলনা করব না, একদমই না। ‘অন্তর জ্বালা’র পরী ছিল একজন আর্টিস্ট, আর ‘ইনোসেন্ট লাভ’-এ একজন অপরিপক্ক নবাগতা নায়িকা”।
‘অন্তর জ্বালা’র একটি গান ভিনদেশি সিনেমারে আদলে তৈরি করা হয়েছে- এমন একটা অভিযোগ উঠেছে। ছবিটি নাকি অনেকটাই ভিনদেশি সিনেমার অনুকরণ- এমন গুঞ্জন শোনা যায়। এ বিষয়ে আপনার বক্তব্য কী? এ প্রশ্নের জবাবে পরীমণি প্রিয়.কমকে বলেন, ‘গানটি প্রকাশ হওয়ার পর শুনেছি আমি এটি। হ্যাঁ, গানটির টিউন অনেকটা এরকমই। কিন্তু ভিডিওটি নয়। আমার কাজ ছিল ভিডিও চিত্রে। সেখানে আমি কাউকে ফলো করিনি। এছাড়া গানটির টিউন বা লিরিক কি মিল আছে বা নেই, এটি মিউজিক ডিরেক্টরের উত্তর’।
যা হোক, যুগল নির্মাতা অপূর্ব-রানা নির্মিত ‘ইনোসেন্ট লাভ’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ ও চিত্রনায়িকা পরীমনি। এ ছাড়াও এতে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী ও কাবিলাসহ আরও অনেকে।
Leave a Comment