‘স্কুলব্যাগ শিশুর ওজনের ১০ শতাংশের বেশি হবে না’
অনলাইন ডেস্ক
প্রাথমিক পূর্ব শিশুদের ক্ষেত্রে ব্যাগ বহন না করতে এবং প্রাথমিক পরবর্তী শিশুদের ক্ষেত্রে শিশুর ওজনের ১০ শতাংশের বেশি নয়, এমন ওজনের ব্যাগ বহনের বিষয়ে ৬০ দিনের মধ্যে সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন।
গত বছর সুপ্রিম কোর্টের তিন আইনজীবী মাসুদ হোসাইন দোলন, মোহাম্মদ জিয়াউল হক ও আনোয়ারুল করিম সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। পরে হাই কোর্ট রুল জারি করে। আজ রুলের চূড়ান্ত শুনানি শেষে হাই কোর্ট এ আদেশ দেন। আদেশে শিক্ষামন্ত্রণালয়কে এক মাসের মধ্যে মনিটরিং সেল এবং আগামী ছয় মাসের মধ্যে এ সংক্রান্ত আইন প্রণয়ন করতে বলা হয়েছে। আদালতে রিটকারী আইনজীবীরা নিজেরাই শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
Leave a Comment